রাজউকের অনুমদন ছাড়াই গড়েছেন ৪ তলা ভবন ঝুঁকিতে জননিরাপত্তা


নিজস্ব প্রতিবেদক- 

রাজধানীর মিরপুর-১ এর দারুসসালাম থানাধীন ১১২ নম্বর বাড়ি, রোড নম্বর ৩, দক্ষিণ বিশিল এলাকার একটি চারতলা ভবনকে অবৈধ ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে রাজউক (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ)। 

ভবনটি বাংলাদেশ সরকারের অনুমোদনহীনভাবে নির্মিত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। রাজউকের গণমাধ্যমকর্মী মো. সাইমন রাজু স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্লটটি মূলত একটি টিনশেড ঘর নির্মাণের অনুমতিসহ বরাদ্দ ছিল, তবে তা না মেনে নির্মাণ করা হয়েছে চারতলা পাকা ভবন। ভবনটির কোন প্রকার নির্মাণ অনুমোদন বা নকশা অনুমোদন নেই। 

চিঠিতে আরও বলা হয়, ভবনটির নিচতলায় রয়েছে দোকানপাট। এসব দোকান ইতোমধ্যে ভাড়ার বিনিময়ে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। এতে ভবনের নিচে গ্যাস ও বিদ্যুৎ সংযোগও অবৈধভাবে স্থাপন করা হয়েছে, যা অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের ঝুঁকি সৃষ্টি করছে। স্থানীয় পর্যবেক্ষণে দেখা গেছে, ভবনটির বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। এতে ভবন ধসে পড়ার আশঙ্কা প্রবল। 

এই ধরনের ঘটনা ঘটলে সাধারণ মানুষের প্রাণহানির পাশাপাশি বিশাল আর্থিক ক্ষতির সম্ভাবনাও রয়েছে। রাজউক চিঠির মাধ্যমে জানিয়েছে, ভবনটি যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। এ অবস্থায় অবিলম্বে ভবনটি উচ্ছেদ ও ভেঙে ফেলার সুপারিশ করা হয়েছে জননিরাপত্তা নিশ্চিত করতে। চিঠিতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
নবীনতর পূর্বতন