রাজ্জাক মির্জা
সূত্র জানায়, আটক কিশোর গ্যাং সদস্যকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে স্থানীয়ভাবে তৈরি বিভিন্ন ধারালো অস্ত্র মজুত করে রেখেছিল। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযানে ঝাউচর এলাকার তার মামার বাসা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
উল্লেখযোগ্য বিষয় হলো, উক্ত মামা বর্তমানে নারায়ণগঞ্জ থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত বলে জানা গেছে।
অভিযানে মোট ২১টি দেশীয়ভাবে তৈরি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতো বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধারকৃত অস্ত্রসমূহ নিরাপত্তা নিশ্চিত করে আজিমপুর আর্মি ক্যাম্পে আনা হয়েছে। প্রাথমিক পরীক্ষণ ও নথিভুক্তির পর আটক কিশোর গ্যাং সদস্যসহ সব অস্ত্র আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে হাজারীবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, রাজধানীতে কিশোর গ্যাং দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।