রাজধানীর ওয়ারীতে পাঁচ রাউন্ড গুলিসহ একটি রিভলভার উদ্ধার

রাজধানীর ওয়ারীতে পাঁচ রাউন্ড গুলিসহ একটি রিভলভার উদ্ধার

রাজধানীর ওয়ারী থানাধীন বিসিসি রোড সংলগ্ন ৫৯/১ নম্বর বাসা এলাকার একটি সরু গলি থেকে পাঁচ রাউন্ড গুলিসহ একটি রিভলভার উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গত ০৩ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ০০৫০ ঘটিকায় নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীন একটি চৌকস টহল দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় তল্লাশি চালিয়ে একটি বাসার জানালার পাইপ লাইনের ফাঁকা জায়গার ভেতর লুকানো অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত রিভলভার ও গুলিসমূহ ওয়ারী থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নবীনতর পূর্বতন